পি এস জি ক্লাব স্পোর্টস ভাল খেলোয়াড় সংগ্রহের শীর্ষে।

ডেক্স নিউজ:-
কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের দুইহাজার এগার- অধীনে চলে যাওয়ার পর থেকেই একের পর এক খেলোয়াড় কিনে চলেছে পিএসজি ক্লাব। দলে এসেছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা
ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, এডিনসন কাভানি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঙ্গেল ডি মারিয়া, ডেভিড লুইজ এবং আরো অনেকে।
এরা সবাই নিজের পথচলায় কোনো না কোনো সময়ে চওড়া দামে এসেছিলেন ক্লাব পিএসজিতে। দুইহাজার এগার সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট যখন পিএসজির মালিকানা নেয়, তখন থেকে শুরু করে এখন অবদি ভালে খেলোয়াড়দের দলে আনার ধারাটা ধরে রেখেছে ক্লাবটির। অস্বাভাবিক কিছু না ঘটলে এই ধারাটা চলতেই থাকবে, বলে দেওয়া যায়।
যারা এই ক্লাব এ পথচলক না হয়ে অন্য ক্লাবে পথের দিক নিশানা ঠিক রেখে নিজেদের গড়ে তুলছেন, নেইমার আর মেসির মতো। তাদের মধ্যে যারা অন্য ক্লাবে খেলোয়াড় হয়ে নিজেদের অবস্থান কে তাদের অবস্থানের সমান গড়ে তুলতে চান।
১-মামাদু সাখো (সেন্ট্রাল ডিফেন্ডার)
২-ইউসুফ সাবালি
৩-আলফঁস আরেওলা
৪-জোনাথান ইকোনে
আরো অনেকে।

Post a Comment

0 Comments